শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইউএনওর বিরুদ্ধে পোস্টারিং, জরুরি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সচেতন নাগরিক’র ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্ল্যাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পোস্টারিং করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এসব পোস্টার কে বা কারা সাটিয়ে দেয় উপজেলা সদরের দেয়ালে দেয়ালে। বুধবার সকালে তা দৃষ্টিগোচর হলে তোলপাড় শুরু হয় উপজেলা প্রশাসনে। অনেকেই বলছেন দীর্ঘদিন পরে হলেও ইউএনওর দুর্নীতির চিত্র প্রকাশ্যে এলো। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইউএনও বুধবার বিকালে তার খাস কামরায় সরকারি কর্মকর্তা ও পক্ষের লোক নিয়ে জরুরি সভা ডাকেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ও পৌর মেয়র আব্দুর রহমান যোগ দেন। সভায় ইউএনও নিজেকে নির্দোষ দাবি করে পোস্টারে উল্লিখিত অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘একটি মহল তার সুনাম ক্ষুণ্ন করতে এ অপকর্ম করছেন। মুলত নাগেশ্বরীর উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এসব করা হচ্ছে।’

সর্বশেষ খবর