শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টঙ্গীতে আইনজীবীকে পুলিশের মারধর

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় গতকাল সকালে তুচ্ছ ঘটনা নিয়ে গাজীপুর জজকোর্টের আইনজীবী নুরুজ্জামান রাজিবকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ট্রাফিক পুলিশের সার্জন এসআই হামিদের বিরুদ্ধে। আহত আইনজীবী রাজিব জানান, সকাল ১০টার দিকে তিনি তার অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে মরকুনের বাসা থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উত্তরা অভিমুখে রওনা দেন। মোটর সাইকেলটি স্টেশন রোড এলাকায় পৌঁছলে সার্জেন্ট হামিদ তার গতিরোধ করে কাগজপত্র দেখতে চান। অ্যাডভোকেট রাজিব নিজের পরিচয় দিয়ে তার স্ত্রী হাসপাতালে ভর্তি এবং তাকে দেখতে যাচ্ছেন বলে তাড়াহুড়ার কারণে কাগজপত্র আনতে না পারার বিষয়টি জানান। সার্জেন্ট হামিদ তা মানতে রাজি নন। এসআই হামিদ ট্রাফিক আইনে মামলা করেন। পরে ট্রাফিক বক্সে রাখা হেলমেটটি আনতে গেলে সার্জেন্ট হামিদের সঙ্গে রাজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সার্জেন্ট হামিদ ক্ষিপ্ত হয়ে রাজিবকে টেনেহিঁচড়ে পুলিশ বক্সে নিয়ে কিল, ঘুষি ও লাথি মারেন। খবর পেয়ে রাজিবের চাচা টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীসহ স্থানীয় নেতা-কর্মীরা ট্রাফিক বক্সে আসেন। বিষয়টি জানতে পেরে গাজীপুর ট্রাফিক জোনের এএসপি মো. সাখাওয়াত হোসেন ও টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষকে থানায় নিয়ে আসেন। সেখানে দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠকের পর বিষয়টি মীমাংসা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়। এ বিষয়ে সার্জেন্ট হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাজিবকে মারধরের কথা অস্বীকার করে বলেন, ট্রাফিক সিগন্যাল অমান্য করায় মামলা দেওয়া হয়। এ ব্যাপার ট্রাফিক পরিদর্শক ইয়াকুব আলী বলেন, অ্যাডভোকেট সাহেব ট্রাফিক সিগন্যাল অমান্য করায় সার্জেন্ট হামিদ মামলা করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তা ঠিক হয়েছে।

সর্বশেষ খবর