শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রায়পুরায় আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা

দুই গ্রুপ মুখোমুখি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে দলটির উপজেলা কার্যালয়ে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। কার্যালয় ও এর সামনে গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ ছিল। গতকাল আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নবাগত সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাউসারের রায়পুরায় আগমনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু সমর্থক ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাউসারের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। রায়পুরার ইউএনও আবদুল মতিন জানান, গতকাল রায়পুরা আওয়ামী লীগের দুটি গ্রুপ বাজার সংলগ্ন গোলচত্বর এলাকায় একই স্থানে সভা আহ্বান করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লিখিত অনুমতি চাইলে আমরা ওই এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ দেই। রায়পুরা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারির ঘটনাটি দলের জন্য দুঃখজনক ও লজ্জার। আমরা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা কোনো নেতার ব্যক্তিগত ভুলের খেসারত দিতে রাজি নই।’

সর্বশেষ খবর