শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্বশুর শ্যালকের মারপিটে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে শ্বশুর-শ্যালকের মারপিটে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের ভালুকা, নীলফামারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ : আর্থিক লেনদেনের জের ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল শ্বশুর-শ্যালকদের মারপিটে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আবু তালেব উপজেলার দক্ষিণ চন্দনগাতী গ্রামের আবদুল গফুর মোল্লার ছেলে। তিনি মুদি দোকানদার ছিলেন। পুলিশ ঘটনায় জড়িত তিন শ্যালক উজ্জ্বল, সাদ্দাম ও সওদাগরকে আটক করেছে। বেলকুচি থানার ওসি জানান, আবু তালেবের সঙ্গে শ্বশুর একই গ্রামের খোদা বক্সের টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে খোদা বক্স আবু তালেবের কাছে পাওনা টাকা চাইতে গেলে প্রথমে কথাকাটি ও পরে ঝগড়া বাধে। একপর্যায়ে খোদাবক্স ও তার তিন ছেলে তালেবকে মারপিট করে। ভালুকা : ময়মনসিংহের ভালুকার পল্লী থেকে হাত-পা ও মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার অংগারগারা গ্রামের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। তার পরিচয় পাওয়া যায়নি। নীলফামারী : কিশোরগঞ্জ উপজেলার উত্তরপাড়া থেকে গতকাল মরিয়ম নামে এক বিধবার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরিয়ম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী। নিহতের ছেলে মোসলেম  জানায়, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন মা। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি খালে গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে হত্যার পর লাশ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর