শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দক্ষিণাঞ্চল হবে উন্নয়নের মডেল

------------------ নৌপরিবহনমন্ত্রী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পায়রা সমুদ্রবন্দর হওয়ায় দক্ষিণাঞ্চল হবে উন্নয়নের মডেল। এখানে শিগগিরই ফেরি সার্ভিস চালু করা হবে। গতকাল গলাচিপা আওয়ামী লীগ আয়োজিত পৌরমঞ্চে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি। আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. হাবিবুর রহমান শওকত, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ কাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রফেসর সন্তোষ দে প্রমুখ। হাজী মু. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে নৌমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ উত্খাত করতে হবে। এর আগে পটুয়াখালীর গলাচিপায় জনসাধারণের চলাচলের জন্য বুড়া গৌরাঙ্গ নদীর ওপর বদনাতলী টু চরকাজল ফেরি সার্ভিস চালুর উদ্দেশে সকাল সাড়ে ১০টায় মন্ত্রী ফেরিঘাট স্থান পরিদর্শন করেন।

সর্বশেষ খবর