শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পোশাক কারখানায় আগুন দেড় কোটি টাকার ক্ষতি

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে ‘মেডলার এপারেলস লিমিটেড’ নামে একটি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশুলিয়া, সাভার, গাজীপুর, উত্তরা ও ফায়ার সার্ভিস সদরের ১৪টি ইউনিট ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল সকালের পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় পোশাক কারখানাটি বন্ধ থানায় কেউ হতাহত হননি। তবে এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে কারখানার আটতলা ভবনের নিচতলায় গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার, গাজীপুর, টঙ্গী, মিরপুর ও ফায়ার সদর দফতরের আরও ১২টি ইউনিট যোগ দেয়। কারখানার জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান জানান, নিচতলায় গুদামের সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিসের সদর দফতরের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তীব্রতা বেশি হওয়ায় আগুন নেভাতে একটু বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

সর্বশেষ খবর