রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টাঙ্গাইলে ধান খেতে শিশুর লাশ

বিভিন্ন স্থানে আরও তিন মরদেহ

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলে ধান খেত থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুর থেকে পুলিশ আরও তিনটি মরদেহ উদ্ধার করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রাম থেকে জুয়েল (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জুয়েল ওই গ্রামের শহিদুর রহমানের ছেলে। পরিবারসূত্রে জানা যায়, ভাটচান্দা কবরস্থান কমিটির উদ্যোগে শুক্রবার রাতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। জুয়েল ওয়াজ শুনতে গিয়ে আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে স্থানীয়রা গ্রামের একটি কবরস্থানের পাশে ধান খেতে চোখ উপড়ে ফেলা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাদারীপুর : গতকাল ভোরে মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে পুলিশ। লাশটি পাঁচ্চর ব্র্যাক অফিসের সামনের সড়কে পড়ে ছিল। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। যুবকের মাথা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে গতকাল হারুন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর মধ্যপাড়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। হারুন উপজেলার চরগোসাইপুর গ্রামের মৃত চিনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গরু চুরিসহ নয়টি মামলা রয়েছে। পুলিশ জানায়, শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফরিদপুর : সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ফসলের খেত থেকে শামীম মাতুব্বর (৩২) নামে এক ট্রাক্টরচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফদিয়া গ্রামের হালিম মাতুব্বরের ছেলে। উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার রাতে শামীমকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। তিনি আর বাড়ি ফেরেননি। শামীমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন সেট ও একটি শার্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর