রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রূপগঞ্জে পূর্বপুরুষের ভিটায় সঙ্গীতা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে পূর্বপুরুষের ভিটায় সঙ্গীতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক ভিটাবাড়ি পরিদর্শন করেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

রূপগঞ্জের ঐতিহ্যবাহী মুড়াপাড়া কলেজ ভবন ও ক্যাম্পাস একসময় ছিল জমিদারবাড়ি। শেষ জমিদার জগদীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাতনি ভারতের বিশিষ্ট কথাসাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসেছিলেন তার পিতামহ ও পিতার এই জন্মভিটা দেখতে। কলেজ ক্যাম্পাসে পা দিয়েই তিনি আবেগে আপ্লুত হয়ে চোখের পানিতে ভাসেন। এ সময় উপস্থিত অন্যরাও ধরে রাখতে পারেননি অশ্রু। সবাই চোখ মুচ্ছিলেন। কারণ দীর্ঘ প্রায় ৭০ বছর পর এই প্রথম জমিদার পরিবারের কোনো সদস্য বাড়িটি দেখতে আসেন। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এসেছেন লিট ফেস্টিভ্যালে বাংলাদেশ সফরে। গতকাল সকালে রূপগঞ্জ প্রেসক্লাবের আমন্ত্রণে তিনি জমিদারবাড়িটি ঘুরে দেখেন। ভিটেবাড়ি পরিদর্শনের একপর্যায়ে কমলা রানী নামে এক বৃদ্ধা এসে তাকে জানান, তিনি তার বাপ-দাদার জমিদার আমলে এ বাড়িতে কাজ করতেন। স্মৃতিচারণ করতে গেলে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তাকে জড়িয়ে ধরেন। সঙ্গীতার দুই চোখ বেয়ে তখন অশ্রু ঝরছিল। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার ও মুড়াপাড়া কলেজের সাবেক ছাত্র মন্জুরুল ইসলাম, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি লায়ন মীর আবদুল আলীম, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল এবং মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম হানিফসহ স্থানীয় সাংবাদিকরা। পরে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়কে রূপগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ খবর