রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়া শহর বিএনপির পাল্টাপাল্টি সম্মেলন আলাদা কমিটি

কুষ্টিয়া প্রতিনিধি

দীর্ঘ ৬ বছর পর কুষ্টিয়া জেলা বিএনপির পাল্টাপাল্টি সম্মেলন হয়েছে। মূল অংশটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সোহরাব উদ্দিনের বাড়ির সামনে ও একটি ক্ষুদ্র অংশ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সম্মেলন করেছে। সম্মেলন শেষে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি সূত্র জানায়, মাসখানেক আগে শহর বিএনপির কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তন ভাড়া করা হয়। সম্মেলনের আগের দিন বরাদ্দ বাতিল করে কর্তৃপক্ষ। এরপর দ্বিতীয় দফায় সম্মেলনের জন্য পৌরসভার অডিটরিয়াম ভাড়া করা হয়। কয়েকদিন আগে সেই বরাদ্দ বাতিল করে দেয় পৌরসভা। এরপর গতকাল জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহারাব উদ্দিনের সম্মতিতে পূর্বমজমপুর এলাকায় তার বাড়িতে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২১টি ওয়ার্ডের ৪৬জন কাউন্সিলরের মধ্যে ৩৬জন উপস্থিত ছিলেন। দুপুরে সম্মেলন শেষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক একে বিশ্বাস বাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এদিকে এ সম্মেলন বয়কট করে জেলা বিএনপির কয়েকজন নেতার উপস্থিতিতে এনএস রোডে জেলা বিএনপির কার্যালয়ে পাল্টা সম্মেলন ডাকে একটি অংশ। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজু। উপস্থিত ছিলেন মাত্র পাঁচ নেতা। দুপুরে কমিটি ঘোষণা করেন এমএ শামীম আরজু। কমিটিতে পৌর কাউন্সিলর মহিউদ্দিন মিলন চৌধুরীকে সভাপতি ও কাজল মাজমাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সুনামগঞ্জ বিএনপির সভা, এক পক্ষের বর্জন : সুনামগঞ্জ প্রতিনিধি জানান, আসছে জেলা কাউন্সিলকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের ষোলঘর এলাকার একটি কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটি গঠনের দুই বছর পর জেলা কাউন্সিল নিয়ে ডাকা এ সভা বর্জন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদের সমর্থকরা। জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকেরীন প্রমুখ।

সর্বশেষ খবর