সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

১৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে যুবক অপহরণ

চার ঘন্টা পর উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীতে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মমিন হোসেন পাটোয়ারী নামে এক যুবককে অপহরণের চার ঘণ্টা পর উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার কাজির বাগ ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের একটি কক্ষ থেকে তাকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়। র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের একটি ক্লিনিকের কর্মী মমিন হোসেন পাটোয়ারি (৩১) বাড়ি যাওয়র পথে কয়েক যুবক অপহরণ করে। পরে তারা অপহৃতের বড় ভাই মোয়াজ্জেম হোসেন পাটোয়ারির কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি র‌্যাবকে জানালে তাদের সহযোগিতায় বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠায়। এর সূত্র ধরে রাত সাড়ে ১২টার দিকে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীরের ভিতর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মমিনকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়। আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটকরা হলো শহরের বিরিঞ্চি এলাকার ফরিদ হোসেন তুষার (২১), আবদুল আহাদ রানা (২২) ওমর ফারুক (২১) মো. শাকিল (২০), রানির হাটের আলাউদ্দিন বাবু (২০), ফুলগাজীর মো. রেজাউল হক (২১)।

সর্বশেষ খবর