মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘নিস্তার’ বাহিনীর হাত থেকে নিস্তার চান কাথুলিয়াবাসী

পাবনা প্রতিনিধি

পাবনায় ‘নিস্তার’ বাহিনীর অত্যাচার থেকে পরিত্রাণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার কাথুলিয়া গ্রামবাসী। গতকাল দুপুরে জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে সন্ত্রাসী নিস্তারের অত্যাচার-নির্যাতনের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা।

বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জেরে গত ২৫ সেপ্টেম্বর কাথুলিয়া গ্রামের কোহিল হোসেন নামে এক যুবককে অপহরণের পর গুম করে বাহিনী প্রধান নিস্তার। এলাকাবাসী ওই ঘটনায় নিস্তারের বিরুদ্ধে থানায় মামলা করলে ক্ষুব্ধ হয় সে। তার হুমকির পরও এলাকাবাসী মামলা তুলে না নেওয়ায় গত ৮ নভেম্বর রাতে নিস্তারের নেতৃত্বে ২০-২৫ সশস্ত্র সন্ত্রাসী কাথুলিয়া গ্রামে হামলা চালিয়ে ২০টি বাড়িতে লুটপাট করে। মারধর করে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জনকে। এরপর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সংবাদ সম্মেলনে, দ্রুততম সময়ে নিস্তারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কাথুলিয়া গ্রামের আব্বাস উদ্দিন বলেন, ‘আমরা এলাকায় থাকতে পারছি না। রাতে হামলা চালিয়ে চলে যায় নিস্তারসহ তার লোক। আমরা নিস্তারের কাছে অসহায়। সে নিজেকে জাসদের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বলে দাবি করেন। আমরা ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তার মতো সন্ত্রাসীকে দল থেকে বহিষ্কার করা হয়। ভুক্তভোগী মাহতাব উদ্দিন বলেন, ‘নিস্তার ও তার লোকজন পাবনা, রাজবাড়ি ও ফরিদপুর জেলার বহু মানুষকে হত্যার পর পাংশায় পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকেও একইভাবে হত্যা করা হয়।’ ওই গ্রামের কুদু সরদার জানান, কাথুলিয়া গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে নিস্তার। তার অত্যাচারে সবাই অতিষ্ঠ। বিষয়টি বার বার প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাচ্ছি না। জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা বলেন, নিস্তার সদর উপজেলা জাসদের সম্পাদক। তবে তার এসব অপকর্মের দায় দল বহন করবে না। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাস বলেন, ‘নিস্তার খুবই দুর্ধর্ষ সন্ত্রাসী। তাকে খুঁজে পাওয়া দুষ্কর। আমরা কয়েকবার তাকে ধরতে রাজবাড়ি ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছি। তবে তাকে আইনের আওতায় আনতে র‌্যাব তত্পর রয়েছে।’ উল্লেখ্য, পাবনার ঢালারচরে আলোচিত তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি চরমপন্থী সন্ত্রাসী নিস্তার। এছাড়া পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর