মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিসি ক্যামেরার আওতায় এলো নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সিসি ক্যামেরার আওতায় এলো নাসিরনগর

সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় বসানো সিসি ক্যামেরা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় উপজেলাকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। এরই মধ্যে সেখানে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও ১৯টি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলছে। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন গতকাল দুপুরের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় নাসিরনগরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের নিরাপত্তার জন্য উপজেলাকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। এ ছাড়াও প্রতিনিধি পুলিশ কর্মকর্তারা প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক এবং সম্প্রীতি সমাবেশ করছেন। নাসিরনগরের পরিবেশ এখন স্বাভাবিক। তাণ্ডবের ঘটনায় পুলিশ কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করছে না। সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক নেই।

মতবিনিময় : গত রবিবার দুপুরে নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। এ সময় পুলিশ সুপার মিজানুর  রহমান পিপিএম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফরসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে অতিরিক্ত ডিআইজি ক্ষতিগ্রস্তদের পাহারার জন্য লাঠি, লাইট ও বাঁশি তুলে দেন।

সর্বশেষ খবর