মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মংলায় হঠাৎ ডাকাত আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মংলায় হঠাৎ করে ডাকাতের উৎপাত শুরু হয়েছে। ২৪ দিনের ব্যবধানে পৌরসভার মধ্যে দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল ভোররাত ৩টার দিকে পৌরসভাস্থ পশ্চিম শেহলাবুনিয়া গ্রামে শওকত আলীর ঘরে সবার হাত-মুখ বেঁধে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তারা। এর আগে ২৮ অক্টোবর পার্শ্ববর্তী শেহলাবুনিয়া গ্রামে পৌরসভার কর্মকর্তা বাহাদুরের বাড়িতে একই কায়দায় ডাকাতি হয়। স্থানীয়রা জানান, মংলায় কখনো বড় ধরনের চুরির ঘটনা ঘটেনি। সেখানে দুই মাসে দুটি ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। বাগেরহাট জেলার এসপি পঙ্কজ চন্দ  রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডাকাতির ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। মংলা থানার ওসির সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর