মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

কার্ড পেলেন ১১০ বছরের মমেনা

ফুলবাড়ী প্রতিনিধি

কার্ড পেলেন ১১০ বছরের মমেনা

কার্ড হাতে মমেনা

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন ১১০ বছরের মমেনা বেওয়া। গত রবিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে তাঁর হাতে কার্ড তুলে দেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) দেবেন্দ্র নাথ উরাঁও। এ সময়  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মজিদ, সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। কার্ড হাতে পেয়ে মামেনা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘এ্যালাসিনি (এখন) মোর একটা গতি হইল। দুই, চাইরটা দিন খায়াপড়ি থাইকপার পাইম। গত ১৯ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের দেশগ্রাম পাতায় ‘বয়স ১১০, তবুও মেলেনি বযস্ক ভাতা’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। শুরু হয় মমেনা বেওয়ার খোঁজ। কুড়িগ্রাম জেলা প্রশাসক ওই বৃদ্ধার ভাতার ব্যবস্থার জন্য ইউএনওকে তাত্ক্ষণিক নির্দেশ দেন। ইউএনওর হস্তক্ষেপে উপজেলা সমাজসেবা অফিস প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে তাঁর ভাতার ব্যবস্থা করে। এখন থেকে তিনি মাসে ৫০০ টাকা হারে ভাতা পাবেন। যা কার্যকর হবে গত জুলাই থেকে।

সর্বশেষ খবর