মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আট দফা দাবি

বড়পুকুরিয়ায় ৯ গ্রামের মানুষের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

বড়পুকুরিয়া খনির কারণে ক্ষতিগ্রস্ত ৯ গ্রামের মানুষ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন। জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির ডাকে গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বড়পুকুরিয়া বাজার-ফুলবাড়ী সংযোগ সড়কের পাশে এ মানববন্ধন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঘরবাড়ি ফাটল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খাবার পানি সরবরাহ, বাইপাস সড়ক নির্মাণ, ক্ষতিগ্রস্ত খনি এলাকার বাসিন্দাদের আবাসন ব্যবস্থা, বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে খনিতে চাকরি, বহিরাগতদের চাকরি প্রদান বন্ধ ও সংশ্লিষ্ট ইউনিয়নের হোল্ডিং কর প্রদান।

মানববন্ধন চলাকালে জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক এম মশিউর রহমান বুলবুল বলেন, খনির কারণে বাঁশপুকুর, কাজিপাড়া, বৈদ্যনাথপুর, শিবকৃষ্ণপুর বৈগ্রাম, কাশিয়াডাঙ্গা পাতিগ্রাম পাঁচঘরিয়া ও কালুপাড়া গ্রামের বাসিন্দারা আতঙ্কে বসবাস করছেন। এজন্য ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে নিয়ে গঠিত ‘জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির’ আট দফা দাবি পূরণ করতে খনি কর্তৃপক্ষের কাছে আহবান জানান। অন্যথায় দাবি পূরণের জন্য তারা কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

সর্বশেষ খবর