বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হিমাগারে আলু রেখে বিপাকে কৃষক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামে অবস্থিত ‘অংকুর সীড অ্যান্ড হিমাগার লিমিটেডে’ আলু রেখে বিপাকে পড়েছেন শত শত কৃষক ও আলু ব্যবসায়ী। সময়মতো আলু বের করতে না পেরে বিক্ষুব্ধ কৃষক-ব্যবসায়ীরা গতকাল হিমাগারের মূল ফটক ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

সূত্র জানায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নীলফামারী শাখায় দায়বদ্ধ হিমারগার কর্তৃপক্ষ চলতি বছর তাদের দুটি চেম্বারে সংরক্ষিত ৬৫ হাজার ১০০ বস্তা আলুর বিপরীতে সাত কোটি টাকা ঋণ নেন। ব্যাংকের টাকা সময়মতো পরিশোধ না করায় আলু ছাড়ে বিধিনিষেধ আরোপ করে। ফলে চাষের ভর মৌসুমে হিমারগার থেকে আলু বের করতে না পেরে বিপাকে পড়েন এলাকার শত শত কৃষক। কুন্দুপুকুর ইউনিয়নের বালাপাড়ার কৃষক আবুল কালাম জানান, আলুর জন্য এক সপ্তাহ ধরে হিমাগারে ধরনা দিয়েও মালিকপক্ষের কারো দেখা পাইনি। বাধ্য হয়েই তারা গতকাল নীলফামারী-জলঢাকা সড়ক অবরোধ করেন এবং হিমাগারের প্রধান ফটক ভেঙে ফেলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানা পুলিশ এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে দেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় জেলা প্রশাসক ব্যাংক ও হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছিলেন।

সর্বশেষ খবর