বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আ.লীগে মনোনয়নপ্রার্থীরা তৎপর কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপি

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে চালাচ্ছেন জোর তৎপরতা। কেন্দ্রের সঙ্গে লবিং করছেন নানাভাবে। দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়াকে অনেকাংশে নির্বাচনে জয়-পরাজয় নির্ধারক মনে করছেন ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা। অপরদিকে বিএনপি থেকে দু-একজন প্রার্থীর আগ্রহ থাকলেও প্রকাশ্যে তৎপরতা নেই। তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের। বাকি দলগুলোর প্রার্থীর কোনো খবর নেই। তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও তফসিল ঘোষণার আগে থেকেই প্রচারণা চালিয়ে আলোচনায় এসেছে এক প্রার্থীর নাম। তিনি হলেন— পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েক মাস আগ থেকে শুরু করেছেন প্রচারণা। এছাড়া নৌকার সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম। অনেকটা ক্লিন ইমেজে থাকা এ নেতাও দলীয় মনোনয়ন লাভে আশাবাদী। পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান মহারাজও নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়ার শুরু থেকেই চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রচারণায় নামেন পিরোজপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। ঈদুল আজহার পর জেলার জনপ্রতিনিধি, দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেন। এছাড়া মঠবাড়িয়া, কাউখালী, ভাণ্ডারিয়ায় করেছেন আলাদা মতবিনিময় সভা। তার সভায় অতিথি হিসেবে আসেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ আহমেদ হোসেন মির্জা। সর্বশেষ এ প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে সভানেত্রী শেখ হাসিনা বরাবর আবেদন করেন। অপরদিকে বিএনপি থেকে জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলমগীর হোসেন চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী। দলীয় সিদ্ধান্ত না হওয়ায় তিনি এখনো মাঠে নামেননি। এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সব পদের বিপরীতে আগ্রহীর নামের তালিকাও দীর্ঘ হচ্ছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে।

সর্বশেষ খবর