বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্ত্রীর বিরুদ্ধে আত্মসাতের মামলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রবাস থেকে পাঠানো টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে বাবার বাড়ি চলে গেছেন উল্লেখ করে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন স্বামী। ঘটনাটি ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের। জানা যায়, তিন বছর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ধানকীমহেড়া গ্রামের রহমত আলীর ছেলে নুর মোহাম্মদের সঙ্গে ভালুকার কংশেরকুল গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে ফারজানা আফরিন সাথীর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে ঢাকার মিরপুরে ভাড়া বাসায় রেখে নুর মোহাম্মদ সৌদি আরব যান। তারপর স্ত্রী বিভিন্ন সময় টাকা, স্বর্ণালঙ্কার ও জমি কেনা বাবদ প্রায় কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্বামী দেশে ফেরার কিছুদিন পর পিত্রালয়ে চলে যান সাথী। গত সোমবার নুর মোহাম্মদ স্ত্রীকে আনার জন্য শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে না পেয়ে কোথায় গেছে জানতে চাইলে ওই বাড়ির লোকজন তাকে মারধর করে ঘরে আটকে রাখে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বের হয়ে গতকাল ভালুকা মডেল থানায় স্ত্রী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর