বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দাসিয়ার ছড়ায় ভিজিডি কার্ড বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ায় ভিজিডি কার্ড বিতরণের উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল দুপুরে দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৮৬৯ সাবেক ছিটবাসীদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার তবারক উল্ল্যাহ প্রমুখ। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের পর এই প্রথম বিলুপ্ত ছিটমহলের প্রত্যেক পরিবারের ২০ থেকে ৫০ বছর বয়সী নারী সদস্যদের মাঝে ভিজিডি কার্ড বিতরন করা হল। কর্মসূচির আওতায় দুই বছর মেয়াদে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন সুবিধাভোগীরা।

সর্বশেষ খবর