বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

গমের ‘ব্লাস্ট’ রোগ প্রতিরোধ সম্ভব

সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বহুল আলোচিত ব্লাস্ট রোগ প্রতিরোধ করে গমের উৎপাদন বৃদ্ধি সম্ভব বলে মত দিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। মঙ্গলবার জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে দিনব্যাপী কর্মশালায় এই মত ব্যক্ত করেন তারা। কর্মশালায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর বীরেশ কুমার গোস্বামী, কৃষি বিজ্ঞানী ডক্টর মো. বাহাদুর মিয়া উপস্থিত ছিলেন। —জামালপুর প্রতিনিধি

দুই ধূমপায়ীকে অর্থদণ্ড

প্রকাশ্যে ধূমপান করার অপরাধে সিলেটের বিশ্বনাথে নাজমুল ইসলাম ও মহি উদ্দিন দুই ধূমপায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার সদরের পুরাতনবাজার এলাকায় পাবলিক বাসে ধূমপানকালে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হক।

—বিশ্বনাথ প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ইজতেমা

কাল থেকে চুয়াডাঙ্গায় প্রথম জেলাভিত্তিক ইজতেমা শুরু হবে। এ উপলক্ষে শহরের মহিলা কলেজ এলাকায় সাড়ে চার লাখ বর্গফুট মাঠ প্রস্তুত করা হয়েছে। ইজতেমা শেষ হবে ২৬ নভেম্বর।  চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান জানান, পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর