বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাজারে গুলি বোমা ফাটিয়ে কোটি টাকা লুট

আতঙ্কে একজনের মৃত্যু, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারে গুলি করে বোমা ফাটিয়ে ১৬টি মাছের আড়ত থেকে কোটি টাকা লুট করেছে ডাকাতরা। গতকাল সন্ধ্যায় এই ডাকাতির সময় গুলি-বোমার শব্দে আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে এবং দুর্বৃত্তদের পিটুনিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আতঙ্কে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাজার কমিটির সভাপতি। হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায় জানান, গতকাল মাগরিবের আযানের পর সন্ধ্যা নদীর শাখা কচা নদী হয়ে ২টি স্পিডবোটযোগে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত হারতা বাজারে ঢুকে। তারা গুলি করে বোমার বস্ফািরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্তরা সুভাষ, সাগর রায়, উত্তম, কালাম, রফিকুল ইসলাম, মনি হালদার ও সোহরাব বেপারীরসহ ১৬টি মাছের আড়ত থেকে নগদ প্রায় কোটি টাকা লুট করে স্পিডবোটযোগে পালিয়ে যায়। হারতা বাজার কমিটির সম্পাদক শংকর মজুমদার জানান, ডাকাতদের তাণ্ডবে সময় আতঙ্কে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাজার কমিটির সভাপতি সোহরাব বেপারী। হারতা বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য মো. ফারুক অভিযোগ করেন, নদীর দক্ষিণ তীরে হারতা ক্যাম্প পুলিশ চাইলে পাঁচ মিনিটের মধ্যে নদী পার হয়ে দুর্বৃত্তদের প্রতিরোধ করতে পারতো।

সর্বশেষ খবর