বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে রাঙামাটির কাউখালী উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টার দিকে পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত নারী-পুরুষ প্রতিবাদ জানান। সোহেল রিগ্যানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মো. জাহাঙ্গীর, মো. বাহার মিয়া, মো. কালাম, জোত্স্না বেগম, মাও. আব্দুর রহীম, মো. শরিফ, তৌহিদুল ইসলাম, মো. শাহীন, মো. ইমন, রাজিয়া সুলতানা প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সন্ত্রাসীদের কাছে কেউ নিরাপদ নয়। পাহাড়ে মানুষ সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের কাছে জিম্মি। তাদের অস্ত্রবাজির কাছে কেউ মুখ খুলতে পারছে না। অস্ত্রের জোরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, গুম অব্যাহত।

সর্বশেষ খবর