শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ক্লিনিকে হামলা

ভোলা প্রতিনিধি

ভুল চিকিৎসায় ভোলায় বেসরকারি ক্লিনিক হাবিব মেডিকেল সেন্টারে বুধবার রাতে আদিত্য চন্দ্র দে নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী রতন চন্দ্র দে’র সন্তান। এ ঘটনায় ওই ক্লিনিকে রোগীর স্বজন ও উত্তেজিত জনতা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে। ডাক্তারের বিচার দাবিতে গভীর রাতে ভোলা শহরে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবদুল কাদেরকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ওই ডাক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, কোনো মামলা না হওয়ায় ডাক্তার আবদুল কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযুক্ত ডাক্তার আবদুল কাদের বলেন, ইঞ্জেকশন পুশ করার পর রোগীর হাইপার সেনসিটিভ রিয়েকশন হয়। এতে রোগীর মৃত্যু হয়। এর জন্য তিনি দায়ী না।

সর্বশেষ খবর