শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

লালন দর্শনই পারে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে

পাবনা প্রতিনিধি

‘অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানব রূপের উত্তম কিছু নাই’ প্রতিপাদ্য নিয়ে পাবনায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন মুক্তমঞ্চে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান এবং বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভীন প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। লালন স্মরণোৎসবের আহ্বায়ক  জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবেদ খান বলেন, লালন চিরদিন মানবতার জয়গান গেয়েছেন, আসাম্প্রদায়িক চেতনার পথনির্দেশ করেছেন। বর্তমান সমাজ বাস্তবতায় লালন উৎসবের মতো আয়োজন নতুন প্রজন্মকে লালনের দর্শন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। লালন দর্শনই পারে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। ফরিদা পারভীন বলেন, লালন আমার আমিত্বকে বিসর্জন দিতে বলেছেন। সহজ মানব ধর্মকে অনুসন্ধানের জন্যে পরামর্শ দেন নতুন প্রজন্মের প্রতি।

আমাদের দেশে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে লালনের গানকে সঠিকভাবে বুঝলে কোনো মানুষের পক্ষে এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব নয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কামরুজ্জামান, লালন গবেষক, গোলাম রব্বানী, রেজাউল করিম মনি, বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান স্বপন প্রমুখ। পরে ফরিদা পারভীন একক লালন সংগীত পরিবেশনা উপস্থিত শ্রোতা দর্শকদের মুগ্ধ করেন। ৩ দিনব্যাপী এই লালন স্মরণোৎসব কাল রবিবার পর্যন্ত চলবে।

সর্বশেষ খবর