রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নালিতাবাড়ী জাতীয় পার্টি দুই ভাগ

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ী জাতীয় পার্টি দুই ভাগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় পার্টির কমিটির মেয়াদ শেষ না হতেই নিষ্ক্রিয়তার অভিযোগে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক কমিটির সম্পাদকসহ একাংশ বিভক্ত হয়ে পড়েছে। দুটি গ্রুপ এলাকায় পোস্টার সাঁটিয়ে আলাদা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, গত বছর ৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমান বাবুকে সম্পাদক করে ৫১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি ভেঙে দিয়ে ১৬ সেপ্টেম্বর  জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী ও সম্পাদক শফিউল ইসলাম ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। আক্কাছ আলীকে আহ্বায়ক ও সোহেল রানাকে করা হয় সদস্যসচিব। বাদপড়া সাবেক কমিটির সম্পাদক হাবিবুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান একটি অংশ নিয়ে নিজেদের ছবি সম্বলিত এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। অন্যদিকে শেরপুর জেলা সহ-সভাপতি ও নকলা-নালিতাবাড়ী উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদ আহ্বায়ক কমিটি নিয়ে আগামী নির্বাচন সামনে রেখে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এক বছর না যেতেই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এটা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই কমিটি আমরা মানি না।’ আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘জেলা কমিটির নির্দেশে নালিতাবাড়ী-নকলা উপজেলার সমন্বয়কারী সওকত সাঈদের নেতৃত্বে আমরা তৃণমূলের কর্মী-সমর্থকদের চাঙা করতে গণসংযোগ করছি।’ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী বলেন, ‘নিষ্ক্রিয়তার কারণে সাবেক কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ৬ ডিসেম্বর জেলা কমিটির সভায় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর