রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ব্যবসায়ী নেতা আটকের জের

সড়ক অবরোধ বিক্ষাভ দোকানপাট বন্ধ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বাজার কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বাদশা মল্লিকের আটকের প্রতিবাদে শুক্রবার সকালে বেনাপোল-যশোর সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এ সময় বাজারের দোকানপাট বন্ধ রেখে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। অবরোধের ফলে শত শত যান আটকা পড়ে দুর্ভোগের শিকার হন ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীরা। পুলিশের সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। এরপর বেনাপোল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাজার কমিটির সাধারণ সম্পাদক ওয়াহেদ দুদু বলেন, বাদশাকে নিঃশর্ত মুক্তি না দিলে তারা বেনাপোলে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন। বাদশার স্ত্রী খাদেজা বলেন, ‘নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আমার স্বামীকে বৃহস্পতিবার সকালে সাদা পোশাকে একদল লোক ধরে নেয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানায় তার সন্ধান পাই। এ সময় জানতে পারি স্বামীর কাছে ফেনসিডিল ও অস্ত্র পেয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান আজু, বিপ্লব হোসেনসহ সাধারণ ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর