রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা শহরের হাসপাতাল রোডে ‘রয়্যাল হাসপাতালে’ ভুল চিকিৎসায় রহিমা বেগম কহিনুর (৪০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। নিহত কহিনুর বেগমগঞ্জ উপজেলার বাবুনগরের আবদুল জলিলের স্ত্রী। নিহতের খালাতে ভাই আলী আকবর জানান, গত বৃহস্পতিবার রাতে টনসেল চিকিৎসার জন্য রয়্যাল হাসপাতালে ভর্তি হন কহিনুর। তার অপারেশেন করার কথা ছিল ডা. রাকিব হোসেনের। কিন্তু শুক্রবার রাতে তার সহকারী ডা. রাকিব হোসেনকে দিয়ে টনসেল অপরাশেন করায় হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশনে প্রচুর রক্তক্ষরণ হয়। গতকাল সকালে মারা যান কহিনুর। একটি পক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আকবর আলী। রয়্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন মিঠু ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। সুধারাম মডেল থানার ওসি জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর