সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এডিসির বিরুদ্ধে দরপত্র জালিয়াতির অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) গোলাম মোহাম্মদ ভূঁইয়ার বিরুদ্ধে দরপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে। সদর উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিজস্ব জমিতে বাণিজ্যিক ভবন নির্মাণের দরপত্রে তিনি এ জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোলাম মোহাম্মদ এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৭ জুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বোর্ডসভায় সাততলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। ৮ অক্টোবর দুটি জাতীয় পত্রিকায় দরপত্র আহ্বান করে দেওয়া হয় বিজ্ঞপ্তি। ৭ নভেম্বর দরপত্র বাক্স খোলার দিন ধার্য ছিল। ওইদিন নির্বাহী পরিচালকের দায়িত্বপ্রাপ্ত এডিসি গোলাম মোহাম্মদ জেলার বাইরে অবস্থান করায় পরদিন বাক্স খোলা হয়। এতে জমা পড়া ছয়টি দরপত্রের মধ্যে মেসার্স রোমান্টিকা এন্টারপ্রাইজের ছয় কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকা দর দাখিলকৃত দরপত্রটি সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। ছয় কোটি ৯৩ লাখ ৩২ হাজার টাকা দর দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয় মেসার্স মোনালিসা মাসুম কনস্ট্রাকশন। নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতা রোমান্টিকা এন্টারপ্রাইজকে কাজের জন্য নির্বাচন করা হয়। কিন্তু দরপত্রের তুলনামূলক বিবরণীতে উপস্থিত ঠিকাদার ও তাদের প্রতিনিধির স্বাক্ষর শেষে দরপত্রগুলো ট্রেজারিতে জমা না রেখে এডিসি তার বাসায় নিয়ে যান। পরে মেসার্স রোমান্টিকার দরপত্রের দর ২২ লাখ এক হাজার ৪৬২ টাকা বাড়িয়ে ছয় কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫২৭ টাকা করা হয়। এ ব্যাপারে দ্বিতীয় দরদাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন বলেন, জালিয়াতি করে ২২ লক্ষাধিক টাকা বাড়ানো নজিরবিহীন ঘটনা। তিনি জানান, নিয়মানুযায়ী দরপত্রের মূল কপির সঙ্গে ডুপ্লিকেট কপি জমা দিতে হয়। কিন্তু সর্বনিম্ন দরদাতা সেটি জমা দেয়নি। তিনি এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। দরপত্র কমিটির সদস্য কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রব বলেন, ‘কমিটি প্রধানের কাছে দরপত্র গচ্ছিত ছিল। টেম্পারিং করে থাকলে আমাদের কিছু করণীয় নেই।’ এডিসি গোলাম মোহাম্মদ বলেন, ‘যোগ-বিয়োগে ভুল হতেই পারে। শুধু প্রথম সর্বনিম্ন দরদাতার ক্ষেত্রেই নয়, দ্বিতীয় ও তৃতীয় যারা হয়েছেন, তাদের ক্ষেত্রেও হয়েছে। কোনো অনিয়ম হয়নি।’

সর্বশেষ খবর