সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নকল ধান বীজ বিক্রি জেল-জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নকল ধান বীজ বিক্রির অভিযোগে বিপুল বিশ্বাস নামে এক ব্যবসায়ীর এক মাসের জেল এবং ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে পাঁচ মেট্রিক টন নকল ধান বীজ জব্দ করা হয়। গতকাল দুপুরে কোটালীপাড়ার পীরার বাড়ি বাজারের মা মনি বীজ ভাণ্ডারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জিলাল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন খাবার ধান প্যাকেটে ভরে বীজ ধান হিসেবে বিক্রি করে কৃষকদের ঠকিয়ে আসছিলেন। অভিযোগ পেয়ে তার দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। তাকে জেল-জরিমানা করা হয়েছে। তার দোকানে পাওয়া গেছে পাঁচ মেট্রিক টন নকল ধান বীজ। এলাকার কৃষকরা জানান, বিপুল বিশ্বাস দীর্ঘদিন এলাকায় নকল ধান বীজের ব্যবসা করছেন। তিনি স্থানীয়ভাবে ধান কিনে সেই ধান মেসার্স মা মনি বীজ ভাণ্ডার নাম দিয়ে প্যাকেট করে উপজেলার বিভিন্ন বীজ ব্যবসায়ীর কাছে পাইকারী দরে বিক্রি করে আসছিলেন। উপজেলার বিভিন্ন বাজার থেকে এই বীজ কিনে প্রতারিত হয়েছেন চাষীরা।

সর্বশেষ খবর