সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেমন্তের সন্ধ্যায় কবিতা উৎসব

কুমিল্লা প্রতিনিধি

নিচে সবুজ ঘাস-উপরে নীল আকাশ। ঘাসের উপর কিছু প্লাস্টিকের চেয়ারে বসেছেন কবিতাপ্রেমী শ্রোতা। পাশে ফুল ও সবজির বাগান। মঞ্চ একটি টিনের ঘরের বারান্দা। বারান্দায় ঝুলছে নানা রঙের টব। ঘরের বেড়ায় টাঙানো ব্যানার, সেখানে লেখা ‘হেমন্তে কবিতার হ্যান্ডশ্যাক’। বিকাল পেরিয়ে সন্ধ্যা। শিশির পড়তে শুরু করে। সবাই মগ্ন হেমন্তের কবিতায়। শনিবার সন্ধ্যায় ‘আমরা জ্যোত্স্নার প্রতিবেশী’ সংগঠনের আয়োজনে কুমিল্লা নগরীর ঝাউতলায় বসে হেমন্তের কবিতার উৎসব। স্বাগত বক্তব্য রাখেন কবি শওকত আহসান ফারুক। স্বরচিত কবিতা পাঠ করেন ড. আলী হোসেন চৌধুরী, সৈয়দ আহমাদ তারেক, শাহজাহান চৌধুরী, ফখরুল হুদা হেলাল, শরীফ আহমেদ অলি, কেএম বারী, জয়াশীষ দেবনাথ, নাবিল হাসান ও আরিফুল ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন নিজাম উদ্দিন রাব্বী।

সর্বশেষ খবর