মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিসি ক্যামেরার আওতায় লক্ষ্মীপুর পৌরসভা

লক্ষ্মীপুর প্রতিনিধি

ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে লক্ষ্মীপুর সদর পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় ইতিমধ্যে জেলা শহরের ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়। পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে গতকাল প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন করেন একেএম শাজাহান কামাল এমপি। পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন— শেখ মোর্শেদুল ইসলাম, আবু তাহের, ডা. মোস্তফা খালেদ আহম্মেদ, শেখ শরিফুল ইসলাম, অ্যাড. নুর উদ্দিন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, পর্যায়েক্রমে পুরো জেলা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এতে আইনশৃঙ্খলার উন্নতিসহ নাশকতারোধ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর