শিরোনাম
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিক্রয় প্রতিনিধিদের প্রতীকী অনশন

নরসিংদী প্রতিনিধি

বিক্রয় প্রতিনিধিদের প্রতীকী অনশন

নরসিংদীতে বেতন বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবি আদায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) জেলা কমিটির উদ্যোগে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এই কর্মসূচি পালন করেন। বেলা ১১টায় প্রতীকী অনশন শুরু হয়। এতে জেলার তিন শতাধিক বিক্রয় প্রতিনিধি অংশ নেন। অনশন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। অনশন চলাকালে জহিরুল হক জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসএমএম রহমান, শফিকুল ইসলাম মাসুদ, জায়িনুর রহমান শিশির। শফিকুল ইসলাম বলেন, ‘আমরা অধিকারবঞ্চিত। নীতিমালার আওতায় আসছে না ওষুধ কোম্পানিগুলো। তাই অধিকার আদায়ে রাস্তায় নেমেছি।’ অবিলম্বে দাবি না মানলে সারা দেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। দাবিগুলো হল— সরকারি কর্মকতা-কর্মচারীর সঙ্গে বেতন বেষম্য দূরীকরণ, চাকরির নিশ্চয়তা, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনা করে টিএডিএ, সাপ্তাহিক ছুটি ও সরকারি স্বীকৃতি প্রদান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর