মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

প্রতিদিন ডেস্ক

চাঁদপুর ও রংপুরে দুটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। চাঁদপুর প্রতিনিধি জানান— সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সৌদি আরব প্রবাসী কলমতর গাজী হত্যা মামলায় স্ত্রী শিল্পী বেগম (৩২) ও পরকীয়া প্রেমিক কবির গাজী (২৮) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার ২৮ নভেম্বর দুপুর ১টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কবির গাজী বিষ্ণপুর গ্রামের গাজী বাড়ির মোখলেছুর রহমান গাজীর ছেলে এবং শিল্পী বেগম উত্তর বিষ্ণুপুর গ্রামের মো. কামাল হোসেন গাজীর মেয়ে।

নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুরে পনেরো বছর আগে এক কৃষককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বিকালে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) রথিশ চন্দ্র ভৌমিক জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিক মিয়া (৩০) ও হাসান আলীর (৩১) বাড়ি পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামে। অপরাধ প্রমাণিত না হওয়ায় আমজাদ হোসেন ও শাহিনুর বেগম নামে দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর