বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন। নারায়ণগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে বাবার হাতে ছেলে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কুমিল্লা, লালমনিরহাট, ফরিদপুরের ভাঙ্গা ও লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার করা হয়েছে চারজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহী মহানগরীর বুলনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল আলী নামে এক যুবক খুন হয়েছেন। রাসেল বুলনপুর ঘোষপাড়ার হাফিজুল ইসলামের ছেলে। নিহতের স্ত্রী জানান, তার স্বামী জীবন বীমা করপোরেশনে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন। মঙ্গলবার দুপুরে নগরীর লক্ষ্মীপুরে অফিস থেকে বাসায় আসার পথে পূর্বশত্রুতার জেরে ওই এলাকার রবিউল ইসলামের ছেলে হূদয় ও মোজাম্মেল হোসেনের ছেলে মুন্না তাকে মারপিট ও ছুরি দিয়ে বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে মোমেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার কল্যান্দী গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। মোমেন ওই গ্রামের সিদ্দিকের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার রাত ৩টার দিকে কল্যান্দী গ্রামের এক বাড়িতে ঢুকে ১৫/২০ মুখোশ পরিহিত ডাকাত। অস্ত্রের মুখে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে। পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে একজনকে ধরে পিটুনি দেয়। পটুয়াখালী : গলাচিপা পৌরসভার ইসলামাবাদে বাবার হাতে অষ্টম শ্রেণির ছাত্র হাসিব নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পিতা লাবলুকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে হাসিব ঘুম থেকে উঠতে দেরি করায় লাবুল ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুমিল্লা : হোমনা উপজেলায় বাড়ির পাশের ফসলি জমি থেকে আবদুল লতিফ নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে গতকাল মর্গে পাঠিয়েছে পুলিশ। লতিফ ছয়ফুল্লাহ কান্দি গ্রামের চান মিয়ার ছেলে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত আছে। তার বিরুদ্ধে হোমনা থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।   লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় মহাসড়কের উপর থেকে সোমবার রাতে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মেলেনি। জানা যায়নি মৃত্যুর কারণ। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামে নিজ ঘর থেকে রোজিনা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোজিনা ওই গ্রামের মোটরশ্রমিক খোকন সরদারের স্ত্রী। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদী থেকে গতকাল অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর