বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বারবার দরপত্র দাখিল স্থগিত ঠিকাদারদের ক্ষোভ

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আহ্বানকৃত দরপত্র দাখিল বারবার স্থগিত করায় ঠাকুরগাঁওয়ের ঠিকাদাররা সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চেম্বার সভাপতি হাবিবুর রহমান বাবলু, মুরাদ হোসেন, মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।

ঠিকাদাররা অভিযোগ করেন, দরপত্র বিক্রির শেষ তারিখ ১৭ অক্টোবর ও জমার শেষ তারিখ ছিল ১৮ অক্টোবর ২০১৬। বিজ্ঞপ্তি প্রকাশের পরে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নিলফামারীর ৩০০ ঠিকাদার প্রায় তিন কোটি টাকার দরপত্র কেনেন। এ অবস্থায় সময় পরিবর্তন করে দরপত্র দাখিলের শেষ তারিখ দেওয়া হয় ২৯ নভেম্বর। শেষ মুহূর্তে গত সোমবার রাতে দরপত্র গ্রহণ আবার স্থগিত করা হয়। বার বার দরপত্র গ্রহণের তারিখ পরিবর্তনের ফলে ঠিকাদাররা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সর্বশেষ খবর