বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাঙামাটিতে অটোরিকশা ধর্মঘট, দুর্ভোগ

রাঙামাটি প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রামে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা আটোরিকশা ধর্মঘট পালিত হয়েছে। পূর্ব ঘোষণা ও মাইকিংছাড়া রাঙামাটি শহরের একমাত্র যোগাযোগ মাধ্যম সিএনজি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া দুর্ভোগে পড়ে অফিসগামী মানুষরা। ধর্মঘটের কারণে বনরূপা বাজার, কলেজ গেইট বাজার ও আসামবস্তি বাজারেও হাট বসেনি। এছাড়া ধর্মঘটের কারণে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সও পর্যটকশূন্য হয়ে পড়ে। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিল। উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার নেতারা ৯ দফা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর