বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

২০১৮ সালের মধ্যে উল্লাপাড়ার সব গ্রামে বিদ্যুৎ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ও চর দমদমাসহ চারটি গ্রামের প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যায়ন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সুইচ টিপে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বাবলু সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র নজরুল ইসলাম, পল্লী বিদ্যুতের জিএম হাসান মজুমদার ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাধারন সম্পাদক নজরম্নল ইসলাম ভুট্টো। বক্তব্যকালে সংসদ সদস্য তানভীর ইমাম আগামী ২০১৮ সালের মধ্যেই উপজেলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে বলে ঘোষণা দেন।  এক কোটি নিরানব্বই লাখ ত্রিশ হাজার টাকা ব্যয়ে প্রায় ৯.৯৬৩ কি.মি এলাকার চারটি গ্রামের এক হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

সর্বশেষ খবর