শিরোনাম
বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নদী দখল পরিবেশকে গলা কেটে হত্যার শামিল

---------------- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকারি জমি অনেকেই দখল করে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু নদীর জমি দখলে রাখা পরিবেশকে গলা কেটে হত্যার শামিল। ৭৬ কিলোমিটার লৌহজং নদী দখলমুক্ত করতে পারলে এর সুফল পাবেন শহরবাসী। টাঙ্গাইলের লৌহজং নদী রক্ষায় জনসাধারণের অংশগ্রহণে গতকাল উদ্ধার অভিযানে একাত্মতা প্রকাশ করে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর আরও বলেন, লৌহজং উদ্ধার অভিযানে বেশি মানুষের অসুবিধা হবে না। যারা ঘরবাড়ি বানিয়ে আছেন তারাও বুঝতে পারবেন যে একজন বাঁচার চেয়ে হাজার লাখ কোটি মানুষের বাঁচা অনেক ভাল। টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, লৌহজং উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ অভিযান চলবে। অভিযানে যদি কেউ ভূমিহীন হয়ে পড়েন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম। উল্লেখ্য, কয়েক মাস ধরে লৌহজং নদী দখলমুক্ত করার ঘোষণা দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মাইকিং, নদীতীরে মানববন্ধনসহ ফেসবুকে জনমত গঠনের বিভিন্ন কার্যক্রম চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল-কলেজের শিক্ষর্থী ‘লৌহজং রক্ষা করি, পরিবেশবান্ধব টাঙ্গাইল গড়ি’ স্লোগান সম্বলিত গেঞ্জি পরে, ব্যানার ফেস্টুন নিয়ে নদীর ধারে          জমায়েত হন। এ সময় বরিশাল থেকে আসা ৬০ স্বেচ্ছাসেবক নদী দখলমুক্ত করার কাজে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর