বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে সখীপুরে বিনামূল্যে চক্ষুশিবির

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট ও বড়চওনা প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দে  গতকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুজন ডাক্তারের তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ নারী ও পুরুষের চোখ পরীক্ষা করে ছানি পড়াসহ চোখের বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় দুস্থ ৬০ রোগীকে ঢাকায় বিনামূল্যে ছানি অপরেশনের নিশ্চয়তা দেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট কৃর্তপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডা. সালেহ অহমেদ। বড়চওনা প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহজালাল চৌধুরী বেলালের সভাপতিত্বে বক্তৃতা করেন— মুহাম্মদ ছবুর রেজা, রাফিউল করিম খান, শওকত আলী মাস্টার, আব্দুল হালিম সরকার লাল প্রমুখ।

 

সর্বশেষ খবর