বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আত্মসমর্পণকারী খোকাবাবু বাহিনীর ১২ সদস্য কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু খোকাবাবু বাহিনীর প্রধান কবিরুল ইসলামহ ১২জনকে কারাগারে পাঠানো হয়েছে। মংলা থানায় র‌্যাবের করা ডাকাতি ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় গতকাল বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক এই আদেশ আদেন।

বনদস্যুরা হলো, বাহিনী প্রধান কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু, আমিনুর ইসলাম, শাহজাহান গাজী, আবদুল আজিজ, মিজানুর রহমান, রবিউল ইসলাম, ওসমান গনি, রফিকুল গাজী, ইয়াছিন আলি গাজী, মহিদুল ইসলাম, মজিবর রহমান ও কালাম। তাদের বাড়ি বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

সোমবার বরিশালে র‌্যাব-৮-এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ২২টি আগ্নেয়াস্ত্র এবং ১০০৩ রাউন্ড গোলা বারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে ওই বনদস্যুরা। এর আগে গত ৬ মাসে মাস্টার বাহিনী, মজনু-ইলিয়াস বাহিনী এবং আলম-শান্ত বাহিনী র‌্যাবের মাধ্যমে আত্মসমর্পণ করে। এ সময়ে তাদের কাছ থেকে ১১৭টি আগ্নেয়াস্ত্র ও  ৬ হাজার ৫২৮টি গুলি জমা দেয়।

সর্বশেষ খবর