বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছেলেকে পালাতে সহায়তা, বাবা আটক

যৌন হয়রানি মামলা

নেত্রকোনা প্রতিনিধি

কেন্দুয়া উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি ও লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি ছেলেকে পালিয়ে যেতে সহযোগিতা করায় পুলিশ বাবাকে আটক করেছে। গত মঙ্গলবারের এ ঘটনায় ওই দিন রাতেই মামলা করা হয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের জানান, মামলার আসামি সুমন সিলেটে আনসার সদস্য হিসেবে কর্মরত। সুমনের বাবা ছেলেকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করায় তাকে আটক করা হয়েছে। সুমনকে ধরার চেষ্টা চলছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় কৈলাটি গ্রামের আব্দুর রাশিদের ছেলে আনসার সদস্য সুমন পথরোধ করে মেয়েটিকে যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সঙ্গে থাকা বান্ধবী দৌড়ে গিয়ে স্কুলের শিক্ষদের জানালে তারা ছাত্রীকে উদ্ধার করেন। ওই দিন দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া থানার ওসিকে জানান। কিন্তু পুলিশ গড়িমসি শুরু করে। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান খবর পেয়ে ইউএনওকে নির্দেশ দিলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। এ সময় সুমনকে না পেয়ে তার বাবাকে আটক করা হয়।

সর্বশেষ খবর