বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বরিশালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় এ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। জানা যায়, গৌরনদী উপজেলার বাটাজোড় গ্রামের সুজন হাওলাদারের স্ত্রী প্রসূতি বিলকিস বেগমকে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় এ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা প্রসূতি বিলকিসকে পরীক্ষা-নিরীক্ষা করে জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ওইদিন রাত ৮টায় বিলকিসের সিজারিয়ান অপারেশন করা হয়। সুজন হাওলাদার অভিযোগ করেন, সিজারিয়ান অপারেশনের সময় নবজাতক পুত্র সন্তানের কান, ঘাড় ও পা কেটে ফেলেন চিকিৎসক। শরীরে একাধিক ক্ষতসহ নবজাতক ভূমিষ্ঠ করার পর তাদের না জানিয়েই তাকে (নবজাতক) বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। পথে সে মারা যায়। ক্লিনিকের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, প্রসূতি বিলকিসের সন্ত্মান ভূমিষ্ঠ হওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল ১৩ নভেম্বর। কিন্তু ওই দিন অতিবাহিত হওয়ায় গর্ভের অনাগত সন্তান দুর্বল হয়ে যায়। এ কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি তার।

সর্বশেষ খবর