বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাগলা বাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

মাগুরা প্রতিনিধি

চুরি ও ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে করা মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে মাগুরা সদর উপজেলার জাগলা বাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। বাজারের দুই শতাধিক ব্যবসায়ী গতকাল সকাল থেকে ধর্মঘটের ডাক দেন। সদর থানার ওসি জানান, বাজার কমিটির নেতা ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। কথা প্রসঙ্গে তিনি মামলা করার ক্ষেত্রে জেলা আওয়ামী লীগ নেতা ও মঘি ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের প্রতি ইঙ্গিত করেন। আব্দুল হাই বলেন, ‘সম্মান ক্ষুণ্ন করতে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতদূর জানি, ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে’। বাজারের ব্যবসায়ী মাহবুবসহ অন্যরা জানান, গত ৩ নভেম্বর সবজি বিক্রির পাওনা টাকা চাওয়া নিয়ে ব্যবসায়ী অরুপ সাহা ও নিরুপ সাহার সঙ্গে মঘি ইউনিয়নের আঙ্গারদাহ গ্রামের আতিয়ার রহমানের হাতাহাতি হয়।

এই ঘটানায় আতিয়ার তার চাচাতো ভাই ইসমাইল হোসেনকে দিয়ে ওই দুই ব্যবসায়ীর নামে সদর থানায় চুরি ও ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে মামলা করান। এই মামলায় পুলিশ মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে।

সর্বশেষ খবর