বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইজিবাইক চালক হত্যা মামলায় গ্রেফতার ৫

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক এনায়েত হোসেন খান হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইল উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ সুপার আনিছুর রহমান তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন— মহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আলমগীর হোসেন, রামনগর গ্রামের মামুন হোসেন, জিন্নাহ হোসেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি গ্রামের ফিরোজ আলী ও কাবুল হোসেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনিছুর রহমান জানান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকসহ পুলিশের দুটি দল বিভিন্ন অঞ্চলে সফল অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। মামলার বাদী রোকেয়া আকতার রুমা পুলিশের তত্পরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) মেহেদী হাসান, মামলার বাদী রোকেয়া আকতার রুমা, পুলিশের অন্য কর্মকর্তাসহ জেলার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। গত ২৭ অক্টোবর রাতে সদর উপজেলার টেংরামারি গ্রামের মাঠে এনায়েত হোসেন খান (৪২) নামের এক ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা শেষে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় আসামিরা।

সর্বশেষ খবর