বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

কুমিল্লার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় প্রেসক্লাবে গতকাল সন্ধ্যায় কুমিল্লার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের’ পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সহযোগিতা করে ছাত্রকণ্ঠ ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, ইউসিসি কোচিংয়ের প্রতিষ্ঠাতা এম এ হালিম পাটোয়ারী টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।

— কুমিল্লা প্রতিনিধি

মলম পার্টির কবলে শিক্ষার্থী

মুন্সীগঞ্জে দিঘিরপাড় পরিবহনে কলেজছাত্র জাকির হোসেনকে (২৩) অজ্ঞান করে ছিনতাইকালে মলম পার্টির ৪ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার সকাল ১০টার দিকে মুক্তারপুরে ঢাকা-মুন্সীগঞ্জ যাত্রীবাহী বাস দিঘিরপাড় পরিবহনে এ ঘটনা ঘটে।  জাকির হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অজ্ঞান হওয়া জাকির হোসেনের কাছে থাকা এক লাখ টাকার হদিস মিলছে না।

—মুন্সীগঞ্জ প্রতিনিধি

মায়ের অভিযোগে দণ্ড

মায়ের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মাদকসেবীকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুম। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। —লালমনিরহাট প্রতিনিধি

মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পরিষদের ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা শুরু হয়েছে। বুধবার ১৪ নং সাধারণ সদস্য ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দা ও রংধনু গ্রুপের ডাইরেক্টর মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের এমডি কাউসার আহাম্মেদ অপু, সদর ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু

— রূপগঞ্জ প্রতিনিধি

বার্ষিক সাধারণ সভা

টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিউ অলিম্পিয়া টেক্সটালস মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, নিউ মেঘনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, মন্নু মিলসের চেয়ারম্যান হারুন-আর রশিদ, বৃহত্তর ময়মনসিংহ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। — টঙ্গী প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎসাসেবা

টাঙ্গাইলের সখীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা টাঙ্গাইলবাসী অনলাইন গ্রুপ। এতে ২০০ দরিদ্র পুরুষ ও মহিলার ডায়াবেটিকস, রক্তের গ্রুপ ও স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি শতাধিক মাদ্রাসার ছেলেকে নিয়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করে।

—টাঙ্গাইল প্রতিনিধি

টঙ্গীতে আয়কর সপ্তাহ

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড বিপিআই গেইট এলাকায় উপ-কর কমিশনারের কার্যালয়ে সাত দিনব্যাপী আয়কর সপ্তাহ গতকাল শেষ হয়েছে। কর অঞ্চল গাজীপুর সার্কেল ৯, ১০ ও ১৩ এই তিনটি সার্কেলে গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৬-১৭ কর বর্ষে প্রায় সাত হাজার রিটার্ন জমা পড়েছে। এ বিষয়ে সার্কেল ৯-এর অতিরিক্ত সহকারী কমিশনার এবিএম রফিকুল হক বলেন, গতবারের চেয়ে এবার অনেকে বেশি রিটার্ন জমা পড়েছে। এ ব্যাপারে সার্কেল ১০-এর সহকারী কর কমিশনার মো. হামিদুল হক বলেন, করদাতারা উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা দিয়েছেন। এ বছর অনেক নতুন নতুন করদাতাদের রিটার্ন জমা পড়েছে।

— টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর