বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, না পাওয়ায় বেদম প্রহার

জামালপুর প্রতিনিধি

সাব-রেজিস্ট্রারের মাথায় প্রথমে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে না পেয়ে বেদম প্রহার করেছেন মেলান্দহ উপজেলার এক আওয়ামী লীগ নেতা। ওই আওয়ামী লীগ নেতার নাম ফারহান জাহেনী সফেন। তিনি সাবেক পৌর মেয়র ও মেলান্দহ উপজেলার চেয়ারম্যান। মেলান্দহের সাব-রেজিস্ট্রার নূর আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে তিনি প্রথমে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় পরে সাব-রেজিস্ট্রার নূর আলমকে বেদম প্রহার করেন তিনি। গতকাল দুপুরে মেলান্দহ সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন গতকাল দুপুরে হঠাৎ মেলান্দহ সাব-রেজিস্ট্রার অফিসে যান। সেখানে গিয়ে তিনি সাব-রেজিস্ট্রার নূর আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সফেন সাব-রেজিস্ট্রার নূর আলমকে বেদম মারধর করেন। এ সময় তাকে ফেরাতে গেলে দলিল-লেখক শাহীনুর ইসলাম ও বাবুল হাসানকেও মারধর করেন তিনি। এ ঘটনায় মেলান্দহ উপজেলা প্রশাসনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে জানতে সাব-রেজিস্ট্রার নূর আলমের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় সাব-রেজিস্ট্রার নূর আলম বাদী হয়ে মেলান্দহ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ খবর