শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পণ্যবাহী পরিবহন ধর্মঘটে অচল উত্তরাঞ্চল

• অর্ধেকে নেমে এসেছে সবজির দাম
• বিপাকে পরিবহন শ্রমিক ও চাষিরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি

সাত দফা দাবিতে গতকাল ভোর থেকে পণ্যবাহী পরিবহনের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায়। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। বগুড়াসহ উত্তরাঞ্চল থেকে কোনো পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ গতকাল চলাচল করেনি। পণ্য পরিবহনে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে দিগুণ। ইট-বালু-সিমেন্ট পরিবহন করতে না পারায় নির্মাণ কাজেও স্থবিরতা নামতে শুরু করেছে। পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকদের কাজ না থাকায় পড়েছেন চরম বিপদে।

বগুড়া পুলিশ সুপার বিষয়টি সমাধানের জন্য গতকাল ঐক্যপরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পরে ধর্মঘট প্রত্যাহার করতে বলেন তিনি। জানা যায়, কাগজপত্র চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি, বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের মাধ্যমে হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়। দাবি আদায়ে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সব পণ্যবাহী গাড়িতে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। উত্তরাঞ্চল থেকে সবজিসহ অন্য পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে পাইকারী বাজারে। বগুড়ার মহাস্থান হাটের ব্যবসায়ী আব্দুল করিম জানান, ফুলকপি বুধবার ৮০০ থেকে ১০০০ টাকা প্রতি মণ বিক্রি হলেও বৃহস্পতিবার তা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার বাইরে ট্রাক না যাওয়ায় দাম কমে গেছে। সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি নুর কায়েম সবুজ বলেন, ‘নির্বিঘ্নে পরিবহন ব্যবসা পরিচালনা এবং চালকদের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছি। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ জন্য আমরা উত্তরবঙ্গের ১৬ জেলায় গাড়ি চলাচল বন্ধ রেখেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’ উত্তরবঙ্গ ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বগুড়া ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবারের আগে যেসব পণ্যবাহী গাড়ি বগুড়াসহ উত্তরাঞ্চলে এসেছিল সেগুলো নিরাপদে চলাচলের ব্যবস্থা করেছে ঐক্যপরিষদ। বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ঐক্য পরিষদের বগুড়ার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের দাবি নিয়ে বিভাগীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে শীঘ্রই সুষ্ঠু সমাধান হবে।

সর্বশেষ খবর