শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসী হামলায় আহত আনসার সদস্যের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোর বেনাপোল বন্দরে কর্মরত অবস্থায় সন্ত্রাসী হামলায় আহত আনসার সদস্য ফিরোজ হাসান (৩২) ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ঢাকা মেডিকেলে মারা গেছেন। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সংজ্ঞাহীন ছিলেন। ফিরোজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বকশিপুরের ইব্রাহিম হোসেনের ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করে শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শ্যামপ্রসাদ অধিকারী জানান, ১৫ নভেম্বর রাতে তাকে যশোর থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে মারা যান ফিরোজ। বেনাপোল পোর্ট থানার এসআই মতিউর রহমান জানান, আনসার সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। বন্দর সূত্র জানায়, গত ২৬ অক্টোবর বন্দর থেকে খোকন ও তৌহিদুর নামে দুজনকে চুরির পণ্যসহ আটক করেন কর্তব্যরত আনসার সদস্য ফিরোজ হাসান। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। কিছুদিন পর আসামিরা জামিনে বেরিয়ে আসেন। ১৫ নভেম্বর রাতে চোর সিন্ডিকেটের হোতা রিপনসহ ৮-১০ দুর্বৃত্ত ডিউটিরত অবস্থায় ফিরোজের ওপর হামলা চালিয়ে রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতারি পেটায়।

সর্বশেষ খবর