শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলের কালিকচ্ছ গ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী’। গতকাল কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মিলনীর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক।

অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ। অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুনীল কুমার তলাপাত্র, অ্যাডভোকেট শংকর কুমার দেব, চিত্রশিল্পী প্রভাত চন্দ্র সেনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ১৩০ ব্যক্তিত্ব যোগ দেন। তাদের সবার আদিনিবাস কালীকচ্ছ গ্রামে। আজ ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করসহ ভারতীয় লোকসভা ও রাজ্যসভার তিন সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে।

সর্বশেষ খবর