শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে গতকাল জুমার নামাজের পর রোহিঙ্গা গণগত্যার প্রতিবাদে সর্বস্তরের মানুষের বিক্ষোভ —বাংলাদেশ প্রতিদিন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান গণহত্যার প্রতিবাদে গতকাল রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, মুন্সীগঞ্জ, ঢাকার সাভার ও ধামরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বক্তারা দেশটিতে নিরীহ মুসলমানের ওপর হামলা, নারী ধর্ষণ, হত্যাসহ সব নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

রাজশাহী : রাজশাহী নগরীর জিরোপয়েন্টে সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতন বন্ধের দাবিতে মানবাধিকার সংগঠনসহ বিশ্বের বৃহৎ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া : জেলা শহরের মেড্ডা যুব সংগঠনের উদ্যোগে আলিয়া মাদ্রাসার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে। বক্তারা অবিলম্বে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানান। ধামরাই : তৌহিদী জনতার ব্যানারে ধামরাইয়ের কালামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে ধামরাইয়ের কালামপুর, ভালুম, দেপাশাই, গোয়ালধী, বাটুলিয়া, বড়াটিয়াসহ আশপাশ এলাকার কয়েক হাজার মুসল্লি  অংশ নেন। মুন্সীগঞ্জ : সচেতন নাগরিক ফোরাম নামের একটি সংগঠনের আয়োজনে শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে। অংশ নেন সর্বস্তরের মানুষ। সাভার : সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা ও বাড়ইপাড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সর্বস্তরের মানুষ।

সর্বশেষ খবর